দক্ষিনদিনাজপুর

তৃতীয় স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ, আবগারি দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে

তৃতীয় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। বালুরঘাট থানার পতিরামের নিচা বন্দর এলাকার ঘটনা। মৃত ওই গৃহবধূর নাম অনন্যা রায় ঘোষ। বয়স ৩২ বছর। ঘটনায় অভিযুক্ত স্বামী তথা সরকারি আধিকারিক দিবাকর ঘোষ গঙ্গারামপুর আবগারি দফতরে কর্মরত।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাড়িতে পিটিয়ে খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়। যাতে পথ দুর্ঘটনা বলে মনে হয়। এদিন সকালে এলাকার মানুষজন দুর্ঘটনায় আহত অঞ্জাত পরিচয় হিসেবে ঐ মহিলাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বালুরঘাট থানার আইসি সহ পতিরাম ফাঁড়ির পুলিশ। ঐ ব্যক্তির বাড়িতে থাকা প্রাইভেট গাড়ির ভেতরে এবং বাগানে রক্তের দাগ পাওয়া যায়। পুলিশের অনুমান ভারী কিছু দিয়ে মাথায় মুখে আঘাত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ঐ ব্যক্তি এর আগেও দুই স্ত্রীকে নির্যাতন করতেন। এই নিয়ে তাদের বিচ্ছেদ হয়। বধূ নির্যাতনের ঘটনায় জেলও হয় তার। এদিন তৃতীয় স্ত্রীকে খুনের ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক। এই ঘটনায় অভিযুক্ত দিবাকর ঘোষের কঠোর শাস্তির দাবী জানান তারা।